কেন কম্পিউটারের গতি স্লো হয়?
যা শিক্ষতে পারবেনঃ
১। কেন কম্পিউটারের গতি স্লো হয়।
২। উইন্ডোজ কি?
৩। হার্ডওয়্যার ও সফট্ওয়্যার কি?
আমরা কম্পিউটারের গতি বাড়ানোর জন্য অনেক সময়ই উইন্ডোজ (উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম) দিয়ে থাকি তবুও গতি বাড়ছে না বা উইন্ডোজ দেওয়ার পর গতি বাড়লেও
কিছুদিন পরই আবার গতি স্লো হয়ে যায়! এর কারণ কি?
তার অন্যতম কয়েকটি কারনের মধ্যে প্রধানত
হলো: র্যাম কম, হার্ডডিস্ক এর স্প্যাস কম (বিশেষ করে উইন্ডোজ ড্রাইভ), অপ্রয়োজনীয়
সফট্ওয়্যার ইন্সটল, অপ্রয়োজনীয় ফাইল কম্পিউটারে রাখা, অন্যের প্রেনড্রাইভ-হার্ডডিক্স-ডিভিডি
ডিক্স- ফ্লপি ডিক্স ইত্যাদি কম্পিউটারে প্রবেশ করানো (ভাইরাস থাকতে পারে তাই), কম্পিউটারে
এন্টিভাইরাস না থাকা এবং এন্টিভাইরাস আপডেট ও স্ক্যান না করা অথবা বিভিন্ন ড্রাইভ কম্পিউটারে
প্রবেশ করানোর সাথে সাথে স্ক্যান না করা, বিভিন্ন ভাইরাসযুক্ত ওয়েবসাইটে প্রবেশ করা, একসাথে অনেকগুলো ট্যাব খুলে রাখা অথবা একসাথে অনেক সফট্ওয়ারে কাজ করা, নাবুঝে ক্ষতিকর কোন ম্যাসেজ এ ক্লিক করা, কম্পিউটারের হাডওয়্যার (কম্পিউটার হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসকল
অংশ যেগুলো স্পর্শ করা যায় বা ছোঁয়া যায়,
দেখা যায় যেমন
মনিটর,কিবোর্ড, মাউস,
কেসিং, মাদারবোর্ড,
র্যাম, প্রিন্টার, স্ক্যানার, স্পীকার, হার্ডডিক্স, ডিভিডি, প্রসেসর (সিপিইউ) ইত্যাদি অথ্যাৎ ইনপোট ও আউটপোট ডিভাইসগুলোই
হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন
প্রকার যন্ত্রাংশ দিয়ে
একটি পারসোনাল কম্পিউটার
তৈরি হয়।)
অনেক পুরনো অথবা হাডওয়্যারের পারফরমেন্স অনুযায়ী উইন্ডোজসহ প্রয়োজনীয় সফট্ওয়্যার ইন্সটল
না করা (সফট্ওয়্যার হলো কম্পিউটারের অভন্তরীন প্রোগ্রাম যা হাডওয়্যারকে কার্যক্ষম করে তোলে, যার সাহায্যে কম্পিউটার কাজ করে। আপডেট সফটওয়্যারগুলো
আপডেট হার্ডওয়্যার ছাড়া ইন্সটল হবে না, অথবা পুরনো কম্পিউটারগুলোতে বর্তমান আপডেট
সফটওয়্যার ইন্সটল হবে না, তাই পুরনো কম্পিউটারের জন্য পুরাতন সফট্ওয়্যার ব্রেকআপ রাখুন
এবং ব্যবহার করুন), বিভিন্ন কুলিং ফ্যান না চলা, মাদারবোর্ডের
সাথে সংযুক্ত বিভিন্ন ডিভাইসগুলোর কানেকশন লুজ থাকা, ময়লা-আবর্জনা ইত্যাদির কারনে
কম্পিউটারের গতি স্লো হতে পারে। উপরোক্ত কারণ ছাড়াও আরো অনেক কারনেই কম্পিউটারের
গতি স্লো হতে পারে, নিম্নে ধাপে ধাপে আমরা আলোচনা করবো কি ভাবে কম্পিউটারের গতি বাড়ানো
যায়।
No comments